
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে পুলিশের এএসআই মলাই মিয়ার বিরুদ্ধে নিজের গ্রামবাসীরা মানববন্ধন করেন।বৃহস্পতিবার সকালে বাঘাউড়া ঈদগাহের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়এছে ।অভিযুক্ত এএস আই মলাই মিয়া বাঘাউড়া গ্রামের আমীর আলীর ছেলে।বর্তমানে তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ এএস আই মলাই গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা। তাদের অভিযোগ মলাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন।ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিভিন্ন দলীয় কোন্দলের জন্য ইন্দোন যোগাতেন।ভিন্ন মতের লোকজনদের ওপর দলীয় প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্ম ও নির্যাতন করতেন।
এসব অপকর্ম, নির্যাতন ও অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হলেও বিগত দিনে ভয়ে প্রতিবাদ করার সাহস পেত না।এখনো তার এই স্বভাব চলমান।গ্রামবাসীরা অবাক হয়ে প্রশ্ন করেন,সরকারের পট পরিবর্তন হলেও মলাই পুলিশ কিভাবে এখনো তার তবিয়তে বহাল রয়েছেন?গ্রামের শান্তির জন্য তার বিচারের দাবী জানান তারা।
মানববন্ধনে অংশ গ্রহণ করা,বিএনপি নেতা মুন্জুরুল আলম মজনু বলেন,”এএসআই মলাই ফ্যাসিস্ট সরকারের একজন দোসর।আওয়ামী লীগের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।তিনি আরও বলেন,প্রভাব খাটিয়ে মলাই গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী প্রার্থীকে তিনি প্রভাব খাটিয়ে পরাজিত করিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিভিন্ন মামলা বাণিজ্য সহ অসংখ্য অপরাধ করে আসছেন মলাই।তিনি প্রশ্ন করেন পুলিশের চাকরি করে কিভাবে প্রতি সপ্তাহে বাড়িতে ছুটি কাটাতে আসেন তা অজানা!মলাই মিয়ার শাস্তির জন্য আমরা মানববন্ধন করেছি।”
এসময় উপস্থিত ছিলেন,মনজুরুল আলম মজনু, মোঃ শহিদ মিয়া,শাহ আলম,আজিজ সরকার,মোঃ বোরহান উদ্দিন,সাত্তার মিয়া,মালেক মিয়া,খোরশেদ মিয়া,ফয়সাল মিয়া,হাবিবুর রহমান,দুলাল মিয়া,মোঃ মুমিন,ফজিলত খা,মোঃ বাক্কার,হাসান মিয়া,সামসু মিয়াসহ গ্রামের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
Leave a Reply