নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
নেছারাবাদে রিক্সা শ্রমিক ইউনিয়নের ড্রাইভারদের নিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিনের সভাপতিত্বে ও এএসঅই মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, নেছারাবাদ থানার এস আই মোঃ ইয়াছিন খান, পিরোজপুর জেলা পুলিশের সার্জেন্ট মো. পলিটন মিয়া, সার্জেন্ট শায়লা শারমিন ও সার্জেন্ট মো. খাইরুল ইসলাম। এছাড়াও স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামিম মৃধা, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন প্রমুখ।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন স্বাগত বক্তব্যে বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না, তাই আমরা যাহাতে দূর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারি সেজন্য গাড়ী চালানোর নিয়ম কানুন ও আইন মেনে চলবো। এছাড়াও গাড়ী নিয়ে বের হওয়ার সময় গাড়ীর কোন যান্ত্রীক ত্রুটি আছে কিনা, ব্রেক, হর্ন, চার্জ ঠিক আছে কিনা দেখে রোডে চলতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুর জেলা পুলিশের সার্জেন্ট মোঃ পলিটন মিয়া উপস্থিত স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রায় ১ হাজার ড্রাইভারদের উদ্দেশ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ এবং গাড়ী চালানোর জন্য বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারনা দেন।
Leave a Reply