কালীগঞ্জ(ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে রাতে এক কৃষকের ২৪ শতক জমিতে থাকা ৪৮ টি ধরন্ত লেবু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক রাশিদুল ইসলাম রাশেদ (৩৩)।তিনি তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২ জুলাই (বুধবার) রাতের আধারে তার নিজ গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক রাশেদ বলেন, আমি গত ৭ বছর যাবত আমার জমিতে লেবুর চাষ করে আসছি। ৩ জুলাই সকালে আমি লেবু বাগানে যেয়ে দেখি ধরন্ত ৪৮ টি লেবু গাছ কে বা কারা কেটে দিয়েছে। প্রতিবছর এই বাগান থেকে আমি দেড় লাখ টাকার লেবু বিক্রি করে থাকি।লেবু গাছ কাটার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলেও জানান তিনি ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিতপূর্বক বলেন,ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে প্রকৃত দোষীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
Leave a Reply