
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
নেছারাবাদে এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার ওই এলাকার মো. কবির হেসেনের মেয়ে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।
প্রত্যাশিত ফল না পেয়ে সুমাইয়া আক্তার অভিমানে ঐদিন দুপুরে পরিবারের সবার অগোচরে ঘরে আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন,এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হবে।
Leave a Reply