
কালীগঞ্জ (ঝিনাইদহ)।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাশলিয়া গ্রামের বুড়ি ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়া শিশু নাইমকে সারাদিন উদ্ধার অভিযান চালানোর পরও খুঁজে পাওয়া যায়নি।সে মাশলিয়া গ্রামের মহিদুলের ছেলে নাইম (৮)
রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে নদীর পাড়ে খেলতে যাওয়া কয়েক জন শিশু নদীতে ঝাঁপ দেয় সবাই উঠে আসলেও নাইমকে না পেয়ে সঙ্গিরা নাইমের বাড়ীতে খবর দেয়।
এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কালীগঞ্জ ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুকে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা অভিযান চালানো হলেও তার কোনো খোঁজ মেলেনি। ডুবুরি দলের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, নদীতে স্রোত ও তলদেশের কচুরিপানার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে তারা জানিয়েছেন।
নাইমের পরিবারের সদস্যরা নদীর পাড়ে বসে আহাজারি করছেন। স্থানীয়দের সহযোগিতায়
নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজির কাজও অব্যাহত রয়েছে।
Leave a Reply