1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার সময় কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে সড়ক অবরোধ করে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলমান ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ইট-পাটকেল ছুড়ে এবং গাড়ি ভাঙচুর করে এনসিপির গাড়িবহর লক্ষ্য করে। পরিস্থিতির চাপে পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাকর্মীদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। মাসব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পথসভা ও সমাবেশের আয়োজন করা হয়।

আজ সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। সেখানে একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা চালানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা পৌর পার্কে পদযাত্রা ও পথসভায় অংশ নিতে আসছিলেন। সেই পথ আটকে দিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা হামলা চালায় এবং পুলিশের গাড়িতে আগুন দেয়।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews