ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (সকাল ৮টা) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর ইউনিয়নের লিটনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে আসা একটি ট্রাক ময়মনসিংহগামী সিএনজির সঙ্গে মুখোমুখি ধাক্কা খেলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মতিনকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি, তবে সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।