
নিজস্ব প্রতিবেদক :
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার দুপুর ১টার দিকে পুটখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করেন। আটক মনিরুজ্জামান (৩৭),পুটখালী উত্তরপাড়ার বাসিন্ধা ।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান, সহকারী পরিচালক মো. সফিয়ার রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পুটখালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করে।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply