1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

এদেশের মাটিতে আর কোনদিন ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: মতিয়ার রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
এদেশের মাটিতে আর কোনদিন ফ্যাসিবাদের পূর্ণবাসন হবে নাবলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।তিনি বলেন, শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন গঠনের একটি বিধান। ইসলামিক নিয়মে রাষ্ট্র পরিচালনা করা হলে সেই রাষ্ট্রের মানুষ কোন সময় অন্যায়ের পথে ধাবিত হবে না।
জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন তাদের এই ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তিনি আরো বলেন, পতিত সরকারের দিন শেষ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। ফ্যাসিস্ট পূর্ণবাসনের চেষ্টা যদি কেউ করে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে। দেশের মানুষের মাঝে কোন বৈষম্য বা ভেদাভেদ থাকবে না।
আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।শহীদ আবু সাঈদ মুগ্ধের মত সূর্য সৈনিকেরা আগামী দিনে এদেশে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি কাজী জুবায়ের আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ আমানুল্লাহ্য।
উপজেলা জামায়াতে ইসলামী আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি আরিফ হোসেন,সেক্রেটারি ওবায়দুর রহমান খান। কোটচাঁদপুর পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি সিয়াম আহম্মেদ, কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ এবং কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ ইমরান হোসেন প্রমুখ।নবীন বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আশিক। এ সময় শিক্ষক ছাত্র-ছাত্রী সহ কলেজে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews