
আবু সাঈদ:
যশোর সদর-৩ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইয়ামিনুর রহমান নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেছেন। শনিবার দিনব্যাপী তিনি আরবপুর, দেয়াড়া, নারাংগালী, দত্তপাড়া, এড়েন্দা বাজার, সুজলপুর ও ধর্মতলা এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, “জনগণের আস্থা ও সমর্থনই আমার শক্তি।
আমি এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিত থাকতে চাই।” গণসংযোগে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব ইলিয়াস হোসেন, মাওলানা মিজানুর রহমান, মোতালেব হোসেন, লিটন মিয়া, মোঃ সেলিম রেজা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply