
যশোর প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন শুরু হয়েছে যশোরে। সোমবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন,“আমার পিতা আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। মহান আল্লাহ পাক যখনই তাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন, তখনই তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির পতাকা তলে রাজনীতি করছি।” তিনি নবীন কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই এবং তরিকুল ইসলামের মানবপ্রেম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনীতিতে এগিয়ে যাই।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “তরিকুল ইসলাম একদিনে গড়ে ওঠেননি। অনেক নির্যাতন-নিপীড়ন ও চড়াই-উতরাই পেরিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যশোরের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। তাঁর আদর্শ ধারণ করে রাজনীতি করতে পারলে জনগণের কল্যাণে প্রকৃত ভূমিকা রাখা সম্ভব হবে।”
পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত শেষে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিশুদ্ধ পানির ফিল্টার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
উল্লেখ্য, যশোরের বিভিন্ন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফিল্টার বিতরণ করা হয়।
Leave a Reply