
নিজস্ব প্রতিবেদক : যশোর মেডিকেল কলেজের (যমেক) কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মলদ্বার ক্যান্সার ও ল্যাপারোস্কপিক বিশেষজ্ঞ সার্জন ডা. মাহমুদুল হাসান পান্নু ওয়ার্ল্ড এন্ডো ল্যাপারোস্কপিক সোসাইটির ৫ দিনব্যাপি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরে। তিনি ওয়ার্ল্ড এন্ডো ল্যাপারোস্কপিক সোসাইটির আজীবন সদস্য।
ডা. মাহমুদুল পান্নু বলেন, ৪ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে ল্যাপারোস্কপিকের ওপর উন্নত চিকিৎসা বিষয়ে আলোচনা হবে। সেখানে বিশ্বের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। সম্মেলন শেষ করে তিনি দেশে ফিরে আগামী ১১ নভেম্বর থেকে নিয়মিত রোগী দেখা শুরু করবেন।
উল্লেখ্য, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ল্যাপারোস্কপিক মেশিনের সাহায্যে প্রথমবারের মত রোগীর মলাশয় ক্যান্সারের অস্ত্রোপচার ও এক নারীর গর্ভে সন্তান রেখে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে প্রশংসা কুড়িয়েছেন ডা. মাহমুদুল হাসান পান্নু। এবার এই তরুণ চিকিৎসকের আন্তর্জাতিক ল্যাপারোস্কপিক বিষয়ে জ্ঞান অর্জন যশোরবাসীর উপকারে আসবে।
Leave a Reply