মোঃ রুহুল আমীন-নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :
নেছারাবাদে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট’। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠী পৌর শহরের ১নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে ওই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, সম্পাদক মোঃ মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ,নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার,স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু। বক্তারা নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের সার্বিক সফলতা কামনা করে বলেন, এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে শিক্ষিত ও সচেতন জাতি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “উপজেলায় একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছি। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আজ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইতোমধ্যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু করা হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
আমি যেখানেই থাকি, এখানকার অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখব। স্বরূপকাঠিতে আধুনিক শিক্ষার মানদণ্ড হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে আমি বিশ্বাস করি।” উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।