মাসুম মির্জা বিশেষ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ব্রাক্ষণবাড়িয়া জেলা, কসবা উপজেলা, খাড়েরা ইউনিয়ন, দেলী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শাহজাহান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ নজরুল ইসলাম।
সাক্ষাৎকালে দেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার অর্জন এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও সৈয়দ মোঃ নজরুল ইসলাম বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার স্মরণে প্রতি বছর ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়।