1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা মহান বিজয় দিবসে কালীগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বছরে র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্য অধিনায়ক মিরাজের খুলনায় গুলিতে ১৯ মামলার আসামি যশোরের সাগর খুন কালীগঞ্জ ভাটা উচ্ছেদে আসলে ভেকু গাড়ীর মুখে শুয়ে পড়লেন শ্রমিকরা কালীগঞ্জ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা আনিস আলমগীর,শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

লেখক সাহারিয়ার ইসলাম পেলেন ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯০ বার

নিজস্ব প্রতিবেদক,

“Young Writer” ক্যাটাগরিতে স্বীকৃতি পেলেন তরুণ প্রজন্মের লেখক সাহারিয়ার ইসলাম।

বাংলা সাহিত্যজগতে এক উজ্জ্বল সংযোজন তরুণ লেখক সাহারিয়ার ইসলাম, যিনি তাঁর সাহিত্যকর্ম, কবিতার গদ্য ও কিশোর মানসের ভাবনা দিয়ে অল্প বয়সেই পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তাঁর সেই সাহিত্যিক প্রচেষ্টা স্বীকৃতি পেল ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ।

‘Young Writer’ ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্ত সাহারিয়ার ইসলাম, ২৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকার স্কাই সিটি হোটেলের ৪-স্টার ব্যাংকুয়েট হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা গ্রহণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ৭১ মিডিয়া ভিশন তাদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে, যেখানে দেশের বিভিন্ন অঙ্গনের কৃতী ব্যক্তিত্বদের স্বীকৃতি জানানো হয়।

সাহারিয়ার ইসলাম

সাহিত্যজগতে সাহারিয়ার ইসলামের যাত্রা,

খুব অল্প বয়স থেকেই সাহিত্যচর্চায় আগ্রহী সাহারিয়ার ইতিমধ্যে প্রকাশ করেছেন একটি পূর্ণ কাব্যগ্রন্থ “কাব্যের শহর”—যেখানে শহুরে জীবন, আত্মজৈবনিক অনুভূতি, প্রতিবাদ, প্রেম ও বাস্তবতা মিলেমিশে এক অভূতপূর্ব কাব্যিক অভিব্যক্তি সৃষ্টি করেছে।
তিনি শুধু কবি নন, একজন আবৃত্তিকার, উপস্থাপক ও কিশোর সমাজকর্মী হিসেবেও পরিচিত।

পুরস্কার গ্রহণের অনুভূতি,

পুরস্কার গ্রহণের পর সাহারিয়ার ইসলাম বলেন—
“এই সম্মান আমার জন্য এক বিশাল প্রেরণা। আমি বিশ্বাস করি, সাহিত্যে বয়স নয়—ভাবনার গভীরতাই আসল। তরুণরাও সাহিত্য গড়ে তুলতে পারে, সমাজকে চিন্তা দিতে পারে। আমি কৃতজ্ঞ ৭১ মিডিয়া ভিশনের প্রতি, যাঁরা আমাকে এই স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছেন। এটি শুধু আমার নয়, বাংলাদেশের সকল কিশোর লেখকদের সম্মান।”

তরুণদের জন্য এক অনুপ্রেরণা,

অনেকেই বিশ্বাস করেন, সাহারিয়ার ইসলাম বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এক সাহসী কণ্ঠস্বর, যিনি কল্পনা ও বাস্তবতার মাঝামাঝি দাঁড়িয়ে সাহিত্যের মাধ্যমে সমাজকে আয়না দেখাতে চান। তাঁর সাহিত্যে যেমন রয়েছে কিশোর আবেগ, তেমনি রয়েছে প্রতিবাদী মন ও বুদ্ধিদীপ্ত চিন্তা।
তরুণরা এখন মোবাইল-ইন্টারনেট আর ভিডিওর জগতে আবদ্ধ থাকলেও সাহারিয়ারের মত লেখকেরা প্রমাণ করছেন—সাহিত্য এখনও বেঁচে আছে, এখনও তরুণের হৃদয়ে কলম জেগে আছে।

ভবিষ্যতের পরিকল্পনা,

সাহারিয়ার জানিয়েছেন, তিনি ভবিষ্যতে আরও বই প্রকাশ করতে চান। বিশেষ করে একটি কিশোর ভিত্তিক গল্প সিরিজ, একটি বিদ্রোহী কাব্যসংকলন এবং একটি আত্মজৈবনিক রচনার কাজ করছেন। পাশাপাশি তিনি চান—দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আরও তরুণরা যেন সাহিত্যে যুক্ত হয়।

আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান,

Media Partner: Channel i, দৈনিক পাক্ষিক সংবাদ, যুগের সংবাদ, দৈনিক প্রত্যাশা
Event Partner: Event City, SSC Media
Fashion Partner: Na Unique, PD Designs
Online Partner: স্টার গল্প, BanglaTV71
Photography Partner: ছায়াকথা

এই পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, বরং একটি বার্তা—কলমের শক্তি এখনও জীবন্ত, তরুণরা চাইলে বদলে দিতে পারে সাহিত্যের ভবিষ্যৎ। সাহারিয়ার ইসলাম সেই পরিবর্তনেরই এক প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews