অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এই দুই নেতার নিরাপত্তা নিশ্চিতে নতুন বুলেটপ্রুফ গাড়ি আনছে বিএনপি। খালেদা জিয়ার জন্য বিশেষভাবে তৈরি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ জিপ গাড়ি কেনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কী ধরনের বা কোন মডেলের গাড়ি আনা হচ্ছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই দুটি গাড়ি আমদানির বিষয়ে সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বুলেটপ্রুফ গাড়ি আমদানির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) নিরাপত্তা যাচাই শেষে মন্ত্রণালয় এ সংক্রান্ত অনুমতি প্রদান করে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের গাড়ির বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল। আর নতুন আবেদন এসেছে খালেদা জিয়ার গাড়ির জন্য, সেটিরও অনুমতি সোমবার দেওয়া হয়েছে। গাড়ি দুটি জাপান থেকে আমদানি করা হবে।
বিএনপি নেতাদের ধারণা, শারীরিক অবস্থা ভালো থাকলে বেগম জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং প্রচারেও যুক্ত থাকবেন।
অন্যদিকে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতিও চলছে। দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তখনই তার দেশে ফেরার সময়সূচি নির্ধারণ হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তারেক রহমান দেশে ফিরলে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। বিএনপি যেসব নিরাপত্তা চাহিদা দেবে, তা পূরণে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।
তিনি আরও জানান, সম্প্রতি বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার সময়ও বিএনপির অনুরোধে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল।
সরকারি প্রটোকলের পাশাপাশি খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যার নাম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। ১০ সদস্যের এই ফোর্স তাঁর সফর ও কার্যক্রমে সবসময় নিয়োজিত থাকে।
তবে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, সিএসএফের সক্ষমতা নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। তারেক রহমান দেশে ফিরলে এবং নির্বাচনী প্রচারে মাঠে নামলে, আরও উন্নত ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।
Leave a Reply