1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা যশোরের ডাকাতিয়ায় চোর সিন্ডিকেটের হামলায় নিহত ১ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক নাজিরখানা পরিদর্শন, সতর্কতা জারি বেনাপোল সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিকসহ আটক ২ সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোরের সাংবাদিক সংগঠনসমূহের কঠোর অবস্থান নাহিদ ইসলামকেই স্পষ্ট করতে হবে কারা ‘সেফ এক্সিট’ চান:রিজওয়ানা হাসান এটা কোনো নির্বাচন নয় : তামিম ইকবাল কালিয়ায় খুনের মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোরের সাংবাদিক সংগঠনসমূহের কঠোর অবস্থান

  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকতার পবিত্র পেশাকে আড়াল করে কিছু ব্যক্তি ও চক্র বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক প্রভাব খাটানোর অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে যশোরে এমন একাধিক চক্রের তৎপরতা বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে। যা কেবল সাংবাদিকতার ভাবমূর্তি বিনষ্ট করছে না, বরং প্রকৃত পেশাদার সাংবাদিকদেরও বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে। জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টিকারী দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোরের সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

বুধবার (৮মে ২০২৫) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ রক্ষা এবং সম্প্রতি সাংবাদিকতার নামে দুর্বৃত্ত চক্রের অনৈতিক কর্মকা- নিয়ে বিস্তারিত আলোচনাকালে বলা হয়, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষা নয়; এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে একটি পেশাগত অঙ্গীকার। কিন্তু যশোরের সাংবাদিক নামধারী চিহ্নিত একদল ব্যক্তি-চক্র মাস্তানি কায়দায় নিরিহ মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা দাবি করছে। দাবি পূরণ না হলে তাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশনসহ নানাভাবে হয়রাণি করছে। সাংবাদিকতার নাম ভাঙিয়ে সমাজে বিশৃঙ্খলা, ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানো এসব ব্যক্তি বা চক্রের সঙ্গে প্রকৃত সাংবাদিক সমাজের কোনো সম্পর্ক নেই।

এদের বিরুদ্ধে সামাজিক ও পেশাগতভাবে সতর্ক থাকতে সকল গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি যৌথ সভা থেকে, এইসব প্রতারক হতে সাধারণ মানুষকে সাবধানে থাকতে ও একইসাথে যারা সাংবাদিকতার নামে প্রতারণা বা হয়রানির শিকার হচ্ছেন, তাদেরকে নির্ভয়ে আইনি সহায়তা গ্রহণের পরামর্শ জানানো হয়। দুর্বৃত্তায়নের সাথে জড়িত সাংবাদিক নামধারীদের পাশে যশোরের কোনো সাংবাদিক সংগঠন দাঁড়াবে না।

সভা থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়, সাংবাদিকতার নামে সংঘটিত চাঁদাবাজি, প্রতারণা ও অনৈতিক ঘটনাগুলোকে গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ ঐকমত্যে বলেন, সাংবাদিকতার নামে কোনো ধরনের প্রতারণা, ব্ল্যাকমেইলিং বা চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রয়োজনে ‘আইডিকার্ড ও বুম (মাইক্রোফোন) বাণিজ্যের’ মাধ্যমে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে অপসাংবাদিকতা বিস্তৃতকারী ভুয়া-ভুঁইফোঁড় গণমাধ্যমগুলোর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। যশোরের সাংবাদিক সমাজ নৈতিকতা, সত্যনিষ্ঠা ও জনস্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্যসচিব শিকদার খালিদ, ফটো জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews