
যশোর প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে যশোর সদর-৩ নির্বাচনী এলাকায় একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর-৩ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইয়ামিনুর রহমান। তিনি উপস্থিত ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারী নেতৃত্ব বিকাশে বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, এডভোকেট হারুন অর রশীদ, ইকবাল হোসেন, উপজেলা মহিলা সম্পাদক সালমা রিক্তা ও নিলিমা খাতুন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে অধ্যক্ষ মোঃ ইয়ামিনুর রহমান নারীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য যশোর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নারী নেত্রী ও কর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত নারী ভোটাররা অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের উন্নয়ন ভাবনার সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন।
Leave a Reply