1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা মহান বিজয় দিবসে কালীগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বছরে র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্য অধিনায়ক মিরাজের খুলনায় গুলিতে ১৯ মামলার আসামি যশোরের সাগর খুন কালীগঞ্জ ভাটা উচ্ছেদে আসলে ভেকু গাড়ীর মুখে শুয়ে পড়লেন শ্রমিকরা কালীগঞ্জ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা আনিস আলমগীর,শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

যশোরে জাতীয় শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার

যশোর অফিস : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান আগামীর দিনে রাজনীতিকে আরও কঠিন ও জনবান্ধব করতে চান। যে রাজনীতির সূচনা করেছিলেন তার পিতা শহীদ জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন, ঢাকা শহরের অট্টলিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে। রাষ্ট্রীয় দুনীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।
শুক্রবার যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। টাউন হল ময়দানে সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ ( সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানা গুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রে টাকায় বিদেশী বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আরও কেউ পাবে না। তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণীর মর্যদা যে ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সকল বন্ধ কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবাবের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রাথী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান শামসুর রহমান শিমুল বিশ^াস।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহীদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews