
যশোর প্রতিনিধি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত ১৭ নভেম্বর সকালে শহরের আরবপুরস্থ বাঁচতে শেখা কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা ও ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টের দেবাশীষ ঘোষ। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় সফলতার কথা উল্লেখ করেন। সারভাইভাররা বলেছেন, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শেখা অর্জিত জ্ঞান তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনে অনেকাংশে সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন । তাদের মতো অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য তারা রাইটস যশোর ও উইনরক ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা ”আশ্বাস” প্রকল্পের এ কর্মসূচিতে অন্তর্ভুক্তি হয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে উপস্থাপন করবেন বলে মতামত ব্যক্ত করেন। তারা বলেছেন, তাদের মতো অসহায় ও প্রতারণার শিকার হয়ে ফিরে আসা মানুষের জন্য এ ধরনের মানবিক কাজ করে এমন কোন সংস্থা আছে বলে তাদের জানা ছিল না। তাদের ভাগ্যের চাকা ঘোরানোর প্রচেষ্টার জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল ও দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৯ জন মানব পাচারের পর উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply