
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির ৭০তম সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি জনাব শারমিন আক্তার জাহান।
সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা রোভার আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টরা মতামত প্রদান করেন। সভা শেষে জেলা রোভার প্রতিনিধি দল নব যোগদানকৃত জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস কার্যক্রমের ধারাবাহিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা রোভার স্কাউটস অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply