আ: মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুরের সাভার পার এলাকার আফজাল বেপারীর বাড়ির পুকুর থেকে মোঃ সাব্বির হাওলাদার (২৩) নামের এক যুবকের মৃত্যু দেহ উদ্ধার করেছে তার পরিবার।১৬ ডিসেম্বর সকাল ৮টায় তাকে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা রায়েন্দা ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার ১৫ নাম্বার রাত সাড়ে আটটার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন সারারাত খুঁজে তাকে না পেয়ে পার্শ্ববর্তী আপন ফুপা আফজাল বেপারীর পুকুর পাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে পুকুরে তলাচি চালিয়ে ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে আটটায় তার মৃতদেহ উদ্ধার করে।
তবে সাব্বিরকে যে পুকুর থেকে তার মৃতদেহ পাওয়া গেছে সেই পুকুরপাড়ের পাশে গাছের ডাবের কাদি ও একটি দাও পাওয়া গেছে।পরে আত্মীয়-স্বজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। তবে মৃত্যুর কোন সঠিক কারণ পুলিশ উদঘাটন করতে পারেনি। তবে সাব্বিরের বাবার অভিযোগ পাশের বাড়ির লোকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে তারা তার ছেলেকে মেরে ফেলেছে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বলেন ধারণা করা হচ্ছে রাত্রে ডাব চুরি করতে যেয়ে গাছ থেকে পড়ে সাব্বিরের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামিনুউল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হসপিটালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য রিপোর্টে পাওয়া যাবে।
Leave a Reply