1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

গণভোটে অংশগ্রহণ বাড়াতে উঠান বৈঠক জরুরি: তথ্য সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে শুক্রবার থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করতে হবে। তরুণ ভোটারদের মধ্যে যারা প্রথমবার ভোট দেবেন, তাদের অনুপ্রাণিত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়ন জরুরি। এর আওতায় জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জুম প্ল্যাটফর্মে জেলা তথ্য অফিসের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে সভায় মাঠপর্যায়ের ৬৮ তথ্য অফিসের প্রধানরা অংশ নেন।

তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে ইউনিক করতে সব ভোটারের অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের উজ্জীবিত করতে তথ্য অফিসকেই দায়িত্ব পালন করতে হবে। জনগণকে ভোটদানের উপকারিতা জানাতে হবে। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট এবং বক্তব্য তুলে ধরতে হবে। এর মাধ্যমে জনগণ গণভোটের গুরুত্ব অনুধাবন করবেন।

মো. আবদুল জলিল বলেন, নির্বাচনি আচরণবিধি, গণভোট সম্পর্কে প্রাক্টিক্যাল ডেমোস্ট্রেশন, তরুণ ভোটারদের উৎসাহ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গণযোগাযোগ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা নিরলস কাজ করছেন।

তিনি জানান, ইতোমধ্যে গণভোট সংক্রান্ত ১০টি সংগীত রচনা করা হয়েছে। এগুলোর সুর তুলে রেকর্ডিংয়ের কাজ চলছে। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট মাঠপর্যায়ে ব্যাপকহারে প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. ফাখরুল ইকবাল এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মুমেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews