
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর তার আগমন উপলক্ষে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় আসবেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ৭টি রুটে ‘স্পেশাল ট্রেন’ চেয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।আজ বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হবেন। তাদের আগমনের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক বিএনপি। এ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।’
বিএনপি কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার আবেদন জানিয়েছে। এই রুটগুলোতে ট্রেন চলাচলের অনুমতি প্রদানের জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দলটি।
Leave a Reply