
আ: মালেক রেজা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মৎস্যব্যবস্থাপনায় ও প্রাকৃতিক সম্পদ পূর্ণবাসন প্রক্রিয়া বিভিন্ন স্টেক হোল্ডারদের পাশাপাশি ক্ষুদ্র জেলা সম্প্রদায়ের এবং নারী জেলেদের অংশ গ্রহণে উৎসাহিত করুন সভা অনুষ্ঠিত হয়েছে। এসএসএফজি এম-২ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন- বাংলাদেশ এর বাস্তবায়নে ও কোস্ট ফাউন্ডেশনের সহায়তায় ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, এনজিও ফোরামের সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন উদয়ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মেঘলা জামান। মেঘলা জামান জানান গত এক বছর এই প্রকল্পের অধীনে সাউথখালী ইউনিয়নের ২১০ পরিবারকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহ সবজি, মাছ চাষ ও হাঁস মুরগি পালনে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপকার ভোগী শারমিন আক্তার বলেন তিনি এ প্রকল্প থেকে সহায়তা পেয়ে সবজি বাগান ও হাস মুরগির চাষ করেছেন এখন তিনি কিছুটা সাবলম্বী।
Leave a Reply