কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় আখ বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রানা হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টার দিকে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গা বাজারে আসছিলেন রানা হোসেন। পথিমধ্যে বালিয়াডাঙ্গা এলাকার শামছুল খানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলিতে থাকা আখে বেঁধে রাস্তার উপর পড়ে গেলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply