কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সুশীলন সংস্থা- বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফপি) এর সহযোগীতায় স্থানীয় পর্যায়ের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ কমিটির নিকট দুর্যোগ কালীন সময় দুর্যোগ মোকাবেলা করার জন্য অতি প্রয়োজনীয় উপকরন মেগাফোন, রেইনকোট, লাইফ জ্যাকেট, সার্চলাইট, গাম বুট, হাত করাত, পরিবহনের জন্য ব্যাগ সহ ৯ প্রকার প্রয়োজনীয় সামগ্রী সুশীলনের কাউখালী উপজেলা সমন্বয়কারী মোঃ অদুদ ফারুকী উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে মালামাল হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মালামাল গ্রহণ করেন। এ সময় তিনি সকলের উদ্যেশে বলেন- এই উপকরনগুলি এতদিন আমাদের কাছে ছিলনা বলে দুর্যোগের সময় ক্ষয় ক্ষতি কমিয়ে আনতে অনেক সমস্যা হতো। এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এজন্য আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুশীলন ও বিশ্ব খাদ্য কর্মসূচি কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি” প্রকল্পর অধীনে এই উপকরনগুলি বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, ২ নং আমরজুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামলী রানী, সচিব কপিল মিস্ত্রী, ৩ নং কাউখালী ইউনিয়নের সচিব আসুতোশ বড়াল, ৪ নং চিরাপাড়া ইউনিয়নের সচিব সুমন সিকদার, কাউখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক, সুশীলন উপজেলা সমন্বয়কারী ওয়াদুত ফারুকী, ইউএফএফ রফিকূল ইসলাম, সোহান পারভেজ, ইকবাল প্রমূখ।
Leave a Reply