পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি অফিস ভাঙচুর ও নাশকতা মামলার পালাতক আসামী মঞ্জু শেখ (৪২)কে (৩ই জানুয়ারি)কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার শেখের ছেলে মঞ্জু শেখ বিএনপি অফিস ভাঙচুর সহ নাশকতার মামলার এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।মঞ্জু শেখ কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের সদস্য। সে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ক্যাডার হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা, নাশকতা মামলা সহ এর আগেও চারটি মামলা আছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা সাব ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বেকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেপ্তার হওয়া আসামি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি তার বিরুদ্ধে এর আগেও ৪টি মামলা মামলা রয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply