বিশেষ প্রতিনিধি ॥
যশোর গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার সকালে মহেশপুর ও চৌগাছাতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটককৃতদের মধ্যে দুই নারী এবং চার জন পুরুষ।
জানা গেছে, যশোর গোয়েন্দা পুলিশ চৌগাছার বিভিন্ন এলাকা এবং মহেশপুর উপজেলাতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রতারক চক্রের ৬ সদস্য আটক হয় আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের মন্মতপুর গ্রামের তাজুর ছেলে দেলোয়ার (৩৮), আব্দুল মান্নানের ছেলে মইফুল ইসলাম (৩৬), কয়ারপাড়া গ্রামের শাহজাহানের ছেলে পান্নু হোসেন (৩৭) ও তার স্ত্রী মিতু (৩০), উপজেলার যাত্রাপুর গ্রামের রিপা খাতুন (৩৫), মহেশপুর উপজেলার জাহিদ হোসেন। আটকৃতদের যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতরা যশোর ডিবি হেফাজতে আছে।
জানা গেছে, পর্দার আড়ালে থেকে একটি প্রভাবশালী মহল প্রতারণা চক্রের সদস্যদের দিয়ে অর্থ উপর্জন করে। কৌশলে তারা যে কোন ছেলেকে ফাঁদে ফেলে লুটে নেয় লাখ লাখ টাকা। চৌগাছা পৌরসভার বিভিন্ন জায়গায় এরা সুযোগ বুঝে আস্থানা গেড়ে বসে। তাদের হাত থেকে রক্ষা পাইনি অফিসার, শিক্ষক, চাকরীজিবি এমনকি ব্যবসায়ী।
Leave a Reply