
এনামুল হক, বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে জানুয়ারি মাসব্যাপী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন , সয়না রঘুনাথপুর ইউনিয়ন, আমরাজুরি ইউনিয়ন, চিরাপাড়া ইউনিয়ন ও শিয়ালকাঠি ইউনিয়নের প্রতিটি গ্রামে উপস্থিত হয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
এর ই ধারাবাহিকতায় গতকাল ৩১ শে জানুয়ারি শুক্রবার দিনব্যাপী উপজেলার আমরাজুরি ইউনিয়নের আমরাজুরি ফেরিঘাট, আশোয়া আমরাজুরি সহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়। এই সমস্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন , সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকাত হোসেন তালুকদার ,গিয়াসউদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ জানান , দেশ নায়ক তারেক রহমানের নির্দেশদেন, কোন মানুষ যেন শীতে কষ্ট না পায়। যে কারণে বিএনপি ও তারঙ্গ সংগঠন সম্মিলিতভাবে জানুয়ারি মাসব্যাপী আমরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
Leave a Reply