
মাহমুদুল হাসান মামুন চুড়ামনকাটি থেকে।।
যশোর চৌগাছা সড়কের রুলপাড়া নামকস্থানে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে আহতদের উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, যশোর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে চৌগাছা যাচ্ছিলো। পথেমধ্যে জগহাটি রুলপাড়া নামকস্থানে পৌঁছালে ধান বোঝায় টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সেলিম রেজা রথি নামের ব্যক্তি মারা যায় এবং ৪ জন আহত হয়।
খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে। তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম সেলিম রেজা রথি।
এছাড়া আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিভাবে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না।
Leave a Reply