এম এম কলেজ প্রতিনিধি | রবিউল ইসলাম,
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে, যশোর এম এম কলেজ মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম এম কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে ছাত্রসমাজকে জাতির কল্যাণে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সর্বস্তরের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিল একটি সফল কর্মসূচিতে পরিণত হয়।
Leave a Reply