নিউজ ডেক্স – স্বাধীন বাংলা নিউজ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঠিক ডাঙ্গা থেকে পিরোজপুর পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য রাস্তা কেটে কাজ শুরু করলেও দীর্ঘদিন ধরে তা ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে রাস্তা কেটে ফেলা হলেও এরপর আর কোনো কাজ হয়নি। কাঁচা রাস্তা কাদামাটিতে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষার পানিতে গর্ত ও খোয়া জমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়েছে।
এক বাসিন্দা বলেন, “অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিকশাও চলতে চায় না। রোগী নিতে হলে কাঁধে করে নিয়ে যেতে হয়।” স্কুলগামী শিক্ষার্থীরাও কষ্ট পাচ্ছে, অনেক সময় পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তার কাজ শুরুর সময় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি। কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা বিকল্প পথের ব্যবস্থাও রাখা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলজিইডি কার্যালয় থেকে জানানো হয়, বরাদ্দ সংক্রান্ত কিছু জটিলতা ও আবহাওয়াজনিত কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে বলেও তারা জানান।
তবে এলাকাবাসীর একটাই দাবি—রাস্তাটি দ্রুত সংস্কার করে তাদের চলাচলের কষ্ট লাঘব করা হোক।
Leave a Reply