কালিগঞ্জ উপজেলা, প্রতিনিধি
ঝিনাইদহ জেলার বারবাজার মহিষাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি দুঃখজনকভাবে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের তালা ভেঙে বিভিন্ন শিক্ষাসামগ্রী ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং চোরদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
Leave a Reply