
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় খুনের মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ৫ অক্টোবর (রবিবার) বিকেলে বাবরা-হাচলা ইউনিয়নের দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
জনশ্রুতি আছে কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক আওয়ামিলীগ নেতা পিকুল শেখ অবৈধ টাকার বিনিময়ে বাবরা-হাচলা ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন। সে ওই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সোহরাব শেখের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, পিকুল শেখের বিরুদ্ধে কাঞ্চনপুর গ্রামের রফিকুল হত্যা মামলা, মারামারি, বাড়িঘর পোড়ানো সহ পাঁচটি মামলা চলমান।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়, এই পিকুল শেখ একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি অফিস ভাঙচুরের নেতৃত্বে ছিল এই পিকুল শেখ। এছাড়া ব্রিজ নির্মানের রড চুরি, মানুষের বাড়িঘর লুটপাট, মাদক ব্যাবসা, মাইকিং কটে ক্ষেতের ফসল জোর করে কেটে নেওয়াসহ নানা অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ বৃত্তের মালিক বনে গিয়ে অবৈধ টাকার বিনিময়ে বাবরা-হাচলা ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন এই পিকুল শেখ।
এদের কারণে বিএনপির সুনাম ক।ক্ষুন্ন হচ্ছে বলে জানান। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশে কালিয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই ইউনিয়নের দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে কালিয়া থানার হাজতে রাখা হয়। সোমবার বিকালে বিজ্ঞ আদালতে উঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।###ছবি সংযুক্ত
Leave a Reply