1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

নেছারাবাদ জমি নিয়ে বিরোধ, শিক্ষকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

নেছারাবাদে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক তরুন কুমার মজুমদার এর বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এব্যাপারে মোঃ ইউনুস আলী বাদী হয়ে তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই স্কুল শিক্ষক উপজেলার জগন্নাথকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্বরূপকাঠী সদর ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মৃত ভুবনেশ্বর মজুমদারের ছেলে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তরুন কুমার মজুমদার ও তার সহযোগী মোঃ কেরামত আলী দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
ইউনুস আলীর দাবি, তিনি বিভিন্ন জনের কাছ থেকে ক্রয়সূত্রে উক্ত সম্পত্তির মালিক এবং সেখানে গাছ-পালা ও কৃষি নার্সারি গড়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। কিন্তু ওই স্কুল শিক্ষক জোরপূর্বক ওই সম্পত্তি দখলের পাঁয়তারা করছে এবং বারবার মারধর ও খুন-জখমের হুমকি দিচ্ছে।

অভিযোগে আরও বলেন, বিরোধীয় বিষয় নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ওই শিক্ষক কোনো সালিস বৈঠক মানছে না। এমনকি মামলা হলেও মামলার রায় আমার পক্ষে আসে। তারা আমার নামে ফেসবুকে বিভিন্ন প্রভাকাণ্ড ও মানহানিকর পোস্ট ছড়িয়ে তার সামাজিক সম্মান ক্ষুন্ন করছে। এমনকী আমার পরিবারের সদস্যরা জায়গার কাছে গেলে ওই শিক্ষক ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা করে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে শিক্ষক তরুন কুমার মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হুমকী দেউনি। আমাদের পূর্ব পুরুষদের সম্পত্তি ইউনুস আলী অবৈধ ভাবে ভোগ দখল করতে চায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি-আমিন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews