যশোর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যশোর শাখার আয়োজনে শরীআহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর-৩ আসনের এবি পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইয়ামিনুর রহমান।
তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শরীআহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদমুক্ত আর্থিক কার্যক্রম সমাজে ন্যায়ভিত্তিক অর্থনীতি গঠনে সহায়তা করছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি নৈতিক ও মানবিক ব্যাংকিং ব্যবস্থার প্রতীক। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
Leave a Reply