1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

যশোরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার

যশোর প্রতিনিধি : হাজারোও নির্যাতন নিপীড়নেও বিএনপির নেতাকর্মীরা দল ও দেশ ছেড়ে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সোমবার বিকালে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। জেলা যুবদলের আয়োজনে এই সমাবেশে নার্গিস বেগম বলেন, ‘আমরা সেই রাজনীতি করি না যে, ক্ষমতার পালাবদলে জনগণের ঘৃণা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল রয়েছে। বিএনপি বারবার বিরোধী দলে থেকে প্রমাণ করেছে; বিএনপি দেশ থেকে পালিয়ে যায়নি। শত নির্যাতন নিপীড়নে দল ত্যাগ করেনি।’
গণঅভ্যুস্থানের রক্তের ঋণ শোধ করতে বিএনপিকে আগামি নির্বাচনে বিজয়ী করতেই হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির অন্তনিহিত শক্তি জাতীয়তাবাদী শক্তি। তৃর্ণমূলের শক্তি। গণঅভ্যুস্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের প্রাথমিক স্তরে ধাপ করেছি। আগামিতে এই গণতন্ত্রকে স্থায়ী করবার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার। হাজারোও ত্যাগের বিনিময়ে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে; সেই নির্বাচনের ট্রানে জনগণ উঠে গেছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় নিশ্চিত করে রক্তের মূল্য পরিশোধ করতে হবে। যাদের প্রতি আমাদের এই রক্তের ঋণ; সেই ঋণ পরিশোধের জন্য আগামি নির্বাচনে আমাদের বিজয় হতেই হবে।’
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
সমাবেশ থেকে নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় যেয়ে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। র‌্যালীতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ফ্যাস্টুন সম্বলিত প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা নেচে গেয়ে উল্লাস করতেও দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews