
ক্রীড়া ডেস্ক:
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মিরপুরে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচে হঠাৎ করে ভয়াবহ ভূমিকম্পের কারণে খেলা বন্ধ হয়ে যায়। মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল করার সময় তীব্র কাপুনি অনুভব করেন খেলোয়াড়রা। মাঠের সবাই হতবম্ব হয়ে কয়েক মিনিট আতঙ্কগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকেন। প্রায় পাঁচ মিনিট পর খেলা আবার শুরু হয়।
উল্লেখযোগ্যভাবে, আজকের এই ভূমিকম্প শুধুমাত্র ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী।
Leave a Reply