
পিরোজপুরের নেছারাবাদে ট্রাফিক পুলিশের সার্জেন্টের সিগন্যাল দেখে চলন্ত মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে পথচারির ওপর তুলে দিয়েছেন আতিকুর রহমান (২১) নামে এক যুবক। ইহাতে গুরুতর আহত হন পথচারী নির্মল দাস (৭০)। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নির্মল দাস স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের মৃত ইশ্বর নারায়ণ চন্দ্র দাসের ছেলে।
আটক হওয়া মোটরসাইকেল চালক আতিকুর রহমান উপজেলার বাস্তুকাঠি গ্রামের মো. ফারক খানের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুরে নেছারাবাদ থানামোড় ( জিরো পয়েন্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট পলিটন মিয়া জানান, “ নেছারাবাদ থানার সামনে তিন রাস্তার মোড়ে গাড়ি তল্লাশি চলছিল। একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে সে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এসময় চলন্ত অবস্থায় এক পথচারিকে ধাক্কা দেয়। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।”
অন্যদিকে, অভিযুক্ত চালক আতিকুর রহমান দাবি করেন, “আমি সিগন্যাল দেখে থামছিলাম। হঠাৎ সার্জেন্টরা চলন্ত মোটরসাইকেলে হাত দিলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।” কাগজপত্র বিষয়ে তিনি জানান, “নতুন মোটরসাইকেল কিনেছি, শুধু শোরুমের কাগজ ছাড়া অন্য কিছু নেই।”
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, “আহত নির্মল দাসের ডান বাহুর হাড়ে বড় ধরনের আঘাত লেগে ভেঙে গেছে। এছাড়াও তার পায়ে আঘাত রয়েছে। তাই তাকে বরিশাল পাঠানো হয়েছে।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply