
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। এসএসসি ব্যাচ–২০২৩ এর শিক্ষার্থী শিমু আক্তার ও হাফছা আক্তার এবছর সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
শিমু আক্তার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের সন্তান এবং হাফছা আক্তার বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের সন্তান। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই দুই শিক্ষার্থীর এমন সাফল্যে তাদের পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট গ্রাম ও এলাকাবাসী গর্ব অনুভব করছেন।
এই অর্জনকে এলাকার শিক্ষা অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় অনুপ্রাণিত করবে। তারা শিমু ও হাফছা আক্তারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply