1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার

তাহাসিন আহাম্মেদ আলিফঃ

বিপদে বাংলাদেশ। রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই এলোমেলো ইনিংস। ধসে পড়েছে টপ অর্ডার, খেই হারিয়ে ৫.৩ ওভারে মাত্র ১৮ রানে নেই ৪ উইকেটনিজেদের ঘরের মাঠে কখনো ১৬৬ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। সিলেটে গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্যে সহজেই জিতেছিল তারাপ্রায় দেড় বছর পর এবার আইরিশদের বিপক্ষে জিততে হলে সেটি ছাপিয়ে যেতে হবে টাইগারদের। করতে হবে ১৮২ রান।

চট্টগ্রামের মাঠ রান প্রসবা হলেও এতো রান তাড়া হয়েছে মাত্র ১ বার।ফলে আজ জিততে হলে অনেকটা অসম্ভবকে সম্ভব করতে হবে বাংলাদেশকে। তবে এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে ইনিংস, তাতে সেই স্বপ্ন মলিন হতে শুরু করেছে। একেবারেই নাজেহাল টাইগাররা।একদম প্রথম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি, দলীয় ২ রানের মাথায় ম্যাথু হামফ্রিসের শিকার হন তানজিদ তামিম (২)। পরের ওভারেই ফেরেন লিটন দাস, ৩ বল খেলে ১ রানে শেষ হয় তার ইনিংস।

১ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার পারভেজ ইমনও। ৬ বল খেলে মার্ক অ্যাডেরের দ্বিতীয় শিকার হন তিনি। ৩.৩ ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।সাইফ হাসান ও তাওহীদ হৃদয় মিলে এরপর হাল ধরার চেষ্টা করলেও তা সফল হয়নি।

৫.৩ ওভারে সাইফের স্ট্যাম্প ভেঙে দেন বেরি ম্যাকার্থি। ১৩ বলে ৬ রান নিয়ে আউট হন তিনি।পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২০/৪। ৬ রানে ব্যাট করছেন হৃদয়, সাথে আছেন জাকের আলী। জয়ের জন্য এখনো প্রয়োজন ৮৪ বলে ১৬২ রান। স্বীকৃত ব্যাটার বলতে এরপর কেউ নেই আর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews