
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।এদিকে, তারেক রহমান দেশে ফিরলে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুটে সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে।তারেক রহমানকে অর্ভ্যথনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।’
তিনি বলেন, ‘দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে, সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।’বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানকে অর্ভ্যথনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। তাকে অর্ভ্যথনা দিতে জায়গা খোজা হচ্ছে, সিদ্ধান্ত হলে জানানো হবে।’
তবে একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. শামসুল ইসলাম। এ সময় তারা নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।
Leave a Reply