কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি॥
ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় লক্ষী রানী (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। গত শনিবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।
নিহত লক্ষী রানীর পোতা ছেলে অলিপ কুমার বিশ্বাস রবিবার কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন তার ঠাকু মা গত শনিবার কালীগঞ্জ থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার বুজুরুক মুন্দিয়া আম বাগান মসজিদের সামনে পৌঁছালে অনুমানিক বেলা ১.৩০ মিনিটের সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কে চলাচলরত রুপসা পরিবহনের একটি দ্রুতগামী গাড়ি পেছনদিক থেকে সিএজিকে ধাক্কাদিলে তার ঠাকু মা পড়েগিয়ে মাথার পেচনে আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থাায় তাকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তী করেন। কিন্তু পরদিন রবিবার ২০মার্চ রাত্র ৩.৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেপরোয়া অজ্ঞাত রুপসা গাড়ির নামে এজাহার দায়ের করেছেন। নিহত বৃদ্ধা কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মৃতঃ অনন্ত বিশ^াসের স্ত্রী।
এই ব্যাপারে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটি এজাহার পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply