নিউজ ডেস্ক
ধর্ম মন্ত্রনালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প (২য় পর্যায়) দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন ও বোনাস প্রদানসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেছেন ঝিনাইদহ শিক্ষক কল্যান সিমিতি।
রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের অফিস কক্ষে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর হাতে স্বারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দারুল আরকাম শিক্ষক কল্যান সিমিতি ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা গাজী ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আশরাফুজ্জামান, সহ-সভাপতি মুফতি ইদ্রীস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলাম সহ জেলা শিক্ষক, শিক্ষিকা ও সহায়ক কর্মীবৃন্দ।
Leave a Reply