
কাশফুলের সাদৃশ্য
লেখক: মুরাদ মাহমুদ
শরতের কাশফুলের মুগ্ধতার মাঝে
আমি কেমন যেনো
আপনার মুক্তার মতো দাঁতের সাদৃশ্য খুঁজে পাই।
সাহাবীরা আপনার মুচকি হাসির ফাঁকে
স্নিগ্ধভরা দাঁত দেখে
মিটিয়ে নিতেন তাদের দেখার স্বাদ।
আমি তো আপনাকে দেখিনি—
তাই শরতের অপেক্ষায় থাকি।
কখন আসবে শরৎ,
কখন ফুটবে কাশফুল,
কখন দেখবো তার শুভ্রতা।
Leave a Reply