
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর উপস্থিত হওয়া জেলেদের হাতে এই বকনা বাছুর গুলো দেওয়া হয়। ২০২৪- ২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করেন।
অনুষ্ঠানটি, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩২ জন কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর দেওয়া হয়েছে।
Leave a Reply