মিজানুর রহমান (যশোর)॥
কপোতাক্ষ নদ খননে স্রোতধারা পরিবর্তন হয়ে পাড় ভাঙনের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে নদের পাড় ভেঙে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন, মিউজিয়াম, শহীদ মিনারসহ খেলার মাঠ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ওই সব প্রতিষ্ঠানের প্রায় ৫০ ফুট জমি ধসে পড়েছে।
গতকাল স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের পাড়ে ১৯২২ সালে গড়ে ওঠা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক বিপরীত পাশে ঝিকরগাছা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আহম্মেদ ফারুক শান্তির বেশ কয়েকটি পুকুর রয়েছে। ওই পুকুরগুলো অনেকটা উঁচুপাড় কপোতাক্ষ নদের মাঝে ঢুকে পড়েছে। এ কারণে বেজিতলা ব্রিজ পরবর্তী বাঁকড়া অভিমুখে নদের স্রোতধারা পরিবর্তন হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির দিকে চলে গেছে। ফলে চলতি বর্ষা মৌসুমে নদের স্রোতধারা কপোতাক্ষ নদের পাড় ভেঙে শিক্ষা প্রতিষ্ঠানের নদ পাড়ের রাস্তাসহ অন্তত ৫০ফুট জমি ভেঙে পড়েছে। শহীদ মিনার ও নির্মাণাধীন মিউজিয়াম তীব্র ঝুঁকিতে রয়েছে।
জানতে চাইলে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না বলেন, ১৯২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুটি স্থাপিত হলেও কখনো ভাঙন দেখা যায়নি। তবে সম্প্রতি কপোতাক্ষ নদ খননের পর কিছুটা স্রোতধারা পরিবর্তন হওয়ার কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন, তিনি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি অবগত হন। পরে জেলা প্রশাসকের সভায় আলোচনার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
Leave a Reply