মিজানুর রহমান, যশোর॥
যশোরের চৌগাছা উপজেলার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আপন বোনের জমি দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জমি দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন তিনি। বাঁধা দেওয়াই চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা রাতিক সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে জখম করেছে জমির মালিক হারুন অর রশীদ পিকুলকে। এ ঘটনায় প্রভাবশালী হওয়াই ন্যায় বিচার পাচ্ছেনা অসহায় পরিবারের সদস্যরা।
জানা যায়, চৌগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোস্তানিচুর রহমানের বাবা আকবার আলীর নামে চৌগাছা শহরের কংশারীপুরে ৬৬৪ দাগে ৬৮ শত জমি রয়েছে। উক্ত জমির ৭.৫ শতক ওয়ারেশ সূত্রে পান তার আপন বোন আলোয়া বেগম। আলোয়া বেগমের ছেলে হারুন অর রশিদ পিকুল জানান, আমার নানা আকর আলী তার নামে প্রাপ্ত জমি সকল ওয়ারেশগনের মধ্যে ভাগ করে দেন। ইতিমধ্যে আমার মামা উপজেলার সাবেক চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামীলীগের নেতা হওয়াই প্রভাব খাঁটিয়ে আমার অন্য ভাইদের নিকট থেকে জমি চাপ দিয়ে কিনে নেন।আমার নিকট চাপ দিয়েও আমি বিক্রি করিনি। প্রভাব খাঁটি আমার মামা আমার জমির ১.৬৫ শতক পুরোটাই দখল করে নেন তিনি। বর্তমানে আমার জমির উপর কুঁড়েঘর নামক একটি রেস্টুরেন্ট চালিয়ে যাচ্ছে। এরপর পুরো জমির উপর তিনি জোর পূর্বক প্রাচীর দেওয়ার পাশাপাশি পুনারায় দোকান নির্মাণের কাজ শুরু করেন।
চেয়ারম্যানের ভাগনে হারুন অর রশিদ অভিযোগ করে বলেন প্রাচীর দিতে নিষেধ করার তাকে মারপিট করে তার মামাতো ভাই চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা রাতিক। গত ১৭ ডিসেম্বর রাতিক সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর হামলা করে আমাকে বেদম মারপিট করে। তিনি আরো বলেন আমার মামা প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো বিচার পাচ্ছেন না তিনি। এছাড়াও জমির উপর গেলে আমাকে খুন জখমের পাশাপাশি মিথ্যা মামলার হুমকি ও দিচ্ছেন আমার মামা ও তার সন্ত্রাসী ছেলে রাতিক। তিনি আরো বলেন, আমাদের সম্পত্তি উদ্ধারের জন্য যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার যশোর , সেনা ক্যাম্প, সরকারের বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা আমাদের জমি সুষ্ঠুভাবে ভোগ দখল করতে পারি।
এ বিষয়ে চৌগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তানিচুর রহমান বলেন,বাবা মৃত্যুর আগেই সব ভাই-বোনদের জমি বুঝিয়ে দিয়েছেন। বোনরা তাদের জমি বুঝে নিয়েছে আগেই। আমি কারও জমি জোরপূর্বক ভোগ দখল করি নাই। ইতিমধ্যে তাদের অভিযোগের ভিত্তিতে চৌগাছা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের কাগজপত্র দেখে আমার জমি দখল করার কোন সতত্যা পাইনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করছে।
Leave a Reply