কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের বারো বাজারের কৃতী সন্তান আহমেদ কবির লিপ্টন জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আহমেদ কবির লিপ্টন ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি প্রথমে ছাত্রদলের মাধ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হন এবং পরবর্তীতে যুবদলের গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত থেকে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তার ফলস্বরূপ প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে তার এই সাফল্যে বারো বাজারের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply